E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জহির রায়হানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আবেদন

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৮:৩৯:৩৩
জহির রায়হানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আবেদন

বিনোদন ডেস্ক : জহির রায়হানের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিলো আমজাদ হোসেনের। তার তৈরি ‘জীবন থেকে নেয়া’র চিত্রনাট্য লিখেছিলেন আমজাদ হোসেন। কিংবদন্তি নির্মাতা জহির রায়হানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

১৯৬৯ সালে ‘জীবন থেকে নেয়া’ ছবিটি মুক্তি পায়। মুক্তির এতো বছর পর এবার সেই ছবির জীবিত তিন শিল্পীকে নিয়ে পুনর্মিলনীর আয়োজন করে চলচ্চিত্র পরিচালক সমিতি। মঙ্গলবার দুপুরে এফডিসির জহির রায়হান ল্যাব মিলনায়তনে ‘জীবন থেকে নেয়া’ ছবির ওপর আলোচনা হয়। ছবিটির ওপর আলোচনা করেন রাজ্জাক, আমজাদ হোসেন, সুচন্দা প্রমুখ। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সম্মাননা গ্রহণ করতে গিয়ে আবেগের বন্যায় ভেসেছেন আমজাদ হোসেন। তিনি ‘জীবন থেকে নেয়া’ ছবি নিয়ে স্মৃতিরোমন্থন করেন।

আমজাদ হোসেন উপস্থিত তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমাদের জাতীয় কবি আছেন, জাতীয় অধ্যাপক হতে পারে, জাতীয় ফুল হতে পারে, জাতীয় চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানকে স্বীকৃতি দিতে হবে।’

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test