E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ   

২০১৭ মে ২৪ ২২:৪১:৩৯
চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ   

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন নব নির্বাচিত কমিটি। বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে নব নির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা গ্রহণে লিখিত কোনো প্রক্রিয়া নেই। এটা মৌখিক একটি প্রক্রিয়া। নব নির্বাচিত সদস্যরা আজ এই সমিতির দায়িত্ব গ্রহণ করলাম। এছাড়া সমিতির হিসাব সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজনবোধ করলে আগের কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে নিব।’

তিনি আরো বলেন, ‘এই সমিতির সাবেক সভাপতি শাকিব খানের সঙ্গে কথা হয়েছে। সে আমাদের কমিটির জন্য শুভ কামনা জানিয়েছে।’

এ সময় কমিটির নব নির্বাচিত সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন সারাহ বেগম কবরী, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

গত ৫ মে বিএফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নতুন কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি : মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি : রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন, কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।

(ওএস/এএস/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test