E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ মিউজিক ভিডিওতে

২০১৭ সেপ্টেম্বর ১১ ১২:৩৭:০১
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ মিউজিক ভিডিওতে

বিনোদন ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে Again Stop Genocide শিরোনামে ছড়াকার জগলুল হায়দারের কথা ও সুরে নির্মিত হলো দ্রোহের গান। রোহিঙ্গাদের মগ্ন কথা/ ধ্বংসলীলার লগ্ন কথা/ বিশ্ববাসী শোনো/ শান্তিবাদী সু চি এখন/ মানুষ তো নয় কোনো- এমন কথায় সাজানো গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী আকাশ ইসলাম।

মোমেনটামের উদ্যোগে তৈরি হওয়া গানটির সংগীতায়োজন করেছেন রফিকুল আজাদ। কাজী বর্ণাঢ্যের নির্দেশনায় তৈরি হয়েছে গানটির ভিডিও। ইলিয়াস কাঞ্চন মুন্নার ক্যামেরায় মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ছড়াকার কাদের বাবু ও তাসরিন প্রধান।

গানটি নিয়ে গীতিকার জগলুল হায়দার বলেন, ‘আমাদের অতি নিকট প্রতিবেশি মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা চলছে। এই গণহত্যায় সারা দুনিয়া বিমূঢ় ও বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ গোটা বাংলাদেশ। এর শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী হয়ে প্রবেশ করছে বাংলাদেশে। তাদের এই বিপন্ন অবস্থায় সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা শিল্পী-সাহিত্যিকরাও প্রতিবাদে শামিল। সেই প্রতিবাদই এই গানের উপজীব্য।’

তরুণ কণ্ঠশিল্পী আকাশ ইসলাম বলেন, ‘মানবতার পক্ষে দাঁড়াতেই এই গান। গানটি করতে পেরে তৃপ্তিবোধ করছি।’

জগলুল হায়দার জানান, মোমেনটামের ইউটিউব চ্যানেলে গেল রোববার বিকেলে গানটি আপলোড করা হয়েছে। সেটি শোনা যাবে নিচের লিংকে-

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test