E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গৃহকর্মীদের অধিকার রক্ষায় হাইকোর্টের রুল

২০১৪ জুলাই ০১ ১৭:৩৮:৪৯
গৃহকর্মীদের অধিকার রক্ষায় হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার : গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়নে কার্যকরি পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

গৃহকর্মীদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠন।

গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত পলিসি এবং শিশু শ্রম নীতিমালা কার্যকর করতে প্রয়োজনীয় আইন তৈরির পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়েছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী সচিবলায়ের সচিব, আইন, শ্রম ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test