E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জে ইমন হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

২০২২ মার্চ ২০ ১৫:০২:৫৫
নারায়ণগঞ্জে ইমন হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ফতুল্লায় ষষ্ঠ শ্রেনীর ছাএ শিশু ইমনকে নয় টুকরো করে হত্যার দায়ের করা মামলায় চার জনকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও এ মামলায় আরও  দুই জনকে যাবজ্জীবন চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

আজ রবিবার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যু দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, সিরাজ (৪৫),আহম্মদ আলী (৫৫), সেন্টু মিয়া (২৫) ও নাহিদ (২১)। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, সিরাজুল ইসলাম সিরাজের স্ত্রী সালমা (৪২) ও আহম্মেদের স্ত্রী হোসনেআরা (৪৭)। এছাড়াও এ মামলায় খালাস প্রাপ্ত আসামীরা হলেন, মন্টু (২২), আমান উল্লাহর স্ত্রী আয়েশা (৪০),সিরাজের ছেলে মামুন (২৪) ও আহম্মেদের ছেলে খোরশেদ আলম (১৮)।

রায়ের সত্যতা নিশ্চিত করে এপিপি জাসমিন আহমেদ জানান, আদালত স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে চার জনকে মৃত্যু দন্ড, দুইজনকে যাবজ্জীবন ও চার আসামীকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে শিশু ইমনের বড় ভাই ইকবালের সাথে আপন চাচা আহম্মেদ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইকবালের লাঠির আগাতে চাচা আহম্মেদ আলীর মাথা ফেটে যায়। এ ঘটনার প্রায় দুই বছর পরে ইকবালের পরিবারের উপর পরিশোধ নিতে শিশু ইমনকে হত্যার পরিকল্পনা করে চাচা আহম্মেদ আলী। আহম্মেদ আলীর পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের ১৩ জুন ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে তার দেহকে নয় টুকরো করে ফেলে দেয়া হয়। এ ঘটনার পর ২২ জুন একটি ক্ষেত থেকে ইমনের টুকরো অবস্থায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফতুল্লা থানায় কয়েক জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

(এস/এএস/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test