E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জামালপুরে প্রতিবেশীকে হত্যার ঘটনায় একজনের আমৃত্যু কারাদণ্ড

২০২৩ অক্টোবর ১৮ ১৭:৪৩:৪২
জামালপুরে প্রতিবেশীকে হত্যার ঘটনায় একজনের আমৃত্যু কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে দায়ের হওয়া হত্যা মামলায় আবু বক্কর নামে একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ এই রায় দেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) এ্যডভোকেট আবুল কাশেম তারা জানান, মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মধ্যপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে গত ২০১৩ সালের ২৯ জুন আনতাজ আলীকে তার বাড়িতে এসে মারধর করেন প্রতিবেশী আবু বক্কর ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় পরদিন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় পরের দিন নিহত আনতাজ আলীর স্ত্রী পিয়ালা বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবু বক্করকে প্রধান আসামি করা হয়। এতে অন্য আসামিরা হলেন- আবু বক্করের বড় ভাই আবু তাহের, ছোট ভাই মোজাম্মেল, স্ত্রী খুশি বেগম, মা তারা বানু, আবু তাহেরের স্ত্রী রিক্তা বেগম, মোক্তার হোসেন ও ফজলু।

পরবর্তীতে ২০১৩ সালের ৭ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ ১০ বছর বিচারের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আজ বুধবার এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে প্রধান আসামি আবু বক্করকে আমৃত্যু কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

(আরআর/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test