E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে কিশোরী হত্যা মামলায় বাবুলের যাবজ্জীবন

২০২৫ জানুয়ারি ০৮ ১৭:৫১:৫২
নড়াইলে কিশোরী হত্যা মামলায় বাবুলের যাবজ্জীবন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে উন্নতি পাঠক নামে এক কিশোরীকে হত্যা মামলায় বাবুল বালা (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালি গ্রামের রবিন বালার ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাতে নড়াইল সদর উপজেলার উত্তর খলিশাখালি গ্রামে বাড়ির পাশে পূজা শেষে উন্নতি পাঠক ও তারসঙ্গে থাকা দীপ্তি বালা একই গ্রামের তুতু রাণীকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসার পথে বাবুল বালা ও অজ্ঞাতনামা ২/৩ জন অতর্কিত উন্নতি পাঠককে জড়িয়ে ধরে। এসময় সঙ্গীয় দীপ্তি বালা বাধা দিলে আসামি দীপ্তিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে দীপ্তি বালা বাড়িতে গিয়ে উন্নতি পাঠকের মাকে জানায়। পরে উন্নতির বাবা সুজয়, তার মা অঞ্জলি পাঠক, দ্রুত টর্চ লাইট জ্বালিয়ে ঘটনাস্থলে গিয়ে তাজা রক্ত দেখেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন নদীর কুলে রক্ত এবং মানুষের পায়ের দাগ দেখেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে উন্নতি পাঠককে উদ্ধার করা যায়নি। পরিকল্পিতভাবে অভিন্ন উদ্দেশে তাকে অপহরণ করে হত্যার পর তার লাশ গোবরার খাল নামক নদীতে ভাসিয়ে দিয়েছে। এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি নড়াইল সদর থানায় উন্নতি পাঠকের দাদা কালিপদ পাঠক মামলা করেন। পরে উন্নতি পাঠকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায়ের ধার্য দিনে আদালত বাবুল বালাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test