E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান পাঁচ দিনের রিমান্ডে

২০২৫ জানুয়ারি ৩১ ১৩:৩৬:২২
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান পাঁচ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জমান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান মেট্রোপলিটন আমলী আদালত -৩ এর বিচারক দেবী রানীর আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, নুরুজ্জমান আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন্না হত্যার ঘটনায় এজহার নামীয় আসামি। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাই ওয়াহেদুজ্জামানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে নুরুজ্জমানকে।

আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার রিমান্ডের বিরোধিতা করে বলেন, মুন্না মারা গেছেন রংপুর আর আসামির বাড়ি লালমনিরহাটে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।

জানা গেছে, সাবেক এই মন্ত্রী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা নির্যাতনের নির্দেশ দিতেন। তার নির্দেশে রংপুর, লালমনিরহাটে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানো হতো।

গেল ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী।

(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test