E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতির জামিন আবেদন নামঞ্জুর

২০২৫ মে ২২ ১৯:১৪:০২
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতির জামিন আবেদন নামঞ্জুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতির জামিন আবেদন না’মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম মোঃ মাইনুদ্দিন আসামী পক্ষের জামিন আবেদন শুনানী শেষে আবেদন না’মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান (জিয়া) জানান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভিন সেঁজুতিকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গত মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি শহরের ইটাগাছা রাধানগর হাটের মোড় থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মামলার ধার্য দিনে বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুর ১২টার দিকে জামিন আবেদন শুনানী শেষে আদালত তা না’মঞ্জুর করেন।

তিনি আরো বলেন, আসামীপক্ষে আইনজীবী ছিলেন তিনিসহ অ্যাড. সায়েদুজ্জামান সায়েদ, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. ওসমান গণি, অ্যাড, আবুল কালাম আজাদ, অ্যাড, জহুরুল ইসলাম প্রমুখ।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পুলিশ উপপরিদর্শক মাজেদুর রহমান ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. আরিফুর রহমান আলো।

(আরকে/এসপি/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test