E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন

২০২৫ মে ২৫ ১৫:০৩:৩৫
জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার : মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শেরিফা কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদ হাসান।

গত ১৮ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে জাতীয় পার্টির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি এ আবেদন করেন।

জাহিদ হাসান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

মামলার আবেদনে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন-জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশিদ, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম, গোয়েন্দা উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং জাপার ঢাকা মহানগর উত্তরের সদস্য সাইদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, জি এম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ‘ডামি নির্বাচনে’ মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন। বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠানো হয়।

এ নিয়ে কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দলে অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায়। পরে প্রতিশোধ নিতে পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনের একটি দল ২০২৩ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টায় বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় তারা বাসার আসবাবপত্র, সাত ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল ফোন ও ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়। বাদী এসব নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

(ওএস/এএস/মে ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test