E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘২২ জুন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট’

২০২৫ জুন ২০ ১৩:০৯:৫৮
‘২২ জুন বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট’

স্টাফ রিপোর্টার : আগামী রবিবার (২২ জুন) বিকেল পৌনে ৫টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। এতে প্রধান অতিথি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।

সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট পরিদর্শনের সময় এ সেমিনার নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, প্রত্যাশা অনেক রয়েছে, আপনারাও (সাংবাদিকরা) তো আমন্ত্রিত (সেমিনারে)। আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি ২২ তারিখের পরে। তবে আমি মনে করি, প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে।

তখন আরেক সাংবাদিক জানতে চান, বিচার বিভাগের জন্য ‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার যে ঘোষণা রোডম্যাপে দেওয়া হয়েছে, সেমিনার থেকে তার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে কি না। জবাবে প্রধান বিচারপতি বলেন, গত সাত-আট মাস ধরে সারা দেশে আমি যা (স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে) বলে আসছি, সেমিনারে সেই বক্তব্য আরও জোরালোভাবে আমি রাখব। এটুকু আশা করতে পারি।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এনেক্স কোর্ট ভবনে হাইকোর্টের একটি বেঞ্চ পরিদর্শন করে সেখান থেকে সরাসরি যান হাইকোর্টের নকল (রায় ও আদেশের অনুলিপি দেওয়া হয় যেখান থেকে) শাখায়। তখন নকল শাখার কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কারো বিরুদ্ধে অনিয়ম, গাফিলতির অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২২ জুন বিকেল পৌনে ৫টায় রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচারিক স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনার করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। এতে প্রধান অতিথি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। সেমিনারে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেখানে বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ঘোষিত ‘রোডম্যাপ’র ওপর তথ্যচিত্র তুলে ধরা হবে। সেমিনারে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামন ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে।

(ওএস/এএস/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test