পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ

স্টাফ রিপোর্টার : পোকাযুক্ত ময়লা পানির পরিবর্তে অবিলম্বে পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দূষিত পানির বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২৩ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
এলজিআরডি সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থা্পনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনযুক্ত করে গতমাসে আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর রিট করেন।
১২ এপ্রিল ‘ওয়াসার পানিতে পোকা, বাসিন্দাদের ভোগান্তি’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোসল করতে গেলেন, শাওয়ার ছাড়লেন। পানির সঙ্গে যদি পোকা এসে গায়ে পড়ে কেমন লাগবে? এটাই আমার সঙ্গে হয়েছে। এত নোংরা পানি, সঙ্গে কী সব কালো ছোট্ট পোকা, দেখলেই গা গুলিয়ে আসে। এভাবে কি পানি ব্যবহার করা সম্ভব!’
কথাগুলো রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা কাকলী খানের। গত বুধবার ফেসবুকে ‘কল্যাণপুর’ নামের একটি গ্রুপে পানি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ কথাগুলো লেখেন তিনি।
পানিতে পোকার সমস্যা জানিয়ে কল্যাণপুরের বাসিন্দাদের ওই ফেসবুক গ্রুপে প্রতিদিনই লেখালেখি হচ্ছে। শুধু কল্যাণপুর নয়, রাজধানীর বেশ কিছু এলাকায় ওয়াসার পানিতে পোকা বা দুর্গন্ধযুক্ত ময়লা পানির সমস্যার অভিযোগ উঠেছে। পোকা পাওয়া যাচ্ছে শুধু ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে। পোকার রং কোথাও লালচে, কোথাও কালো।
পোকা পাওয়া যাচ্ছে এমন এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হলে পানি সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাংক পরিষ্কারের কথা বলা হয়। কিন্তু এসব করার পরও পানিতে পোকা আসছে। পরে এ কথা জানালে পানির কলের মুখে ছাঁকনি বা কাপড় বাঁধতে বলছেন ওয়াসার কর্মীরা। এর কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।
তবে ওয়াসা কর্তৃপক্ষের দাবি, পোকার অভিযোগ যেসব এলাকা থেকে পাওয়া যাচ্ছে, সেখানে কর্মী পাঠিয়ে পানি পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষা করে কোনো পোকা পাওয়া যাচ্ছে না। পোকাগুলো বাসাবাড়িতে ভূগর্ভস্থ বা ছাদের ট্যাংকে হতে পারে। ট্যাংক পরিষ্কার করলেই এ সমস্যা থাকবে না।
কল্যাণপুরের এক নম্বর সড়কের একটি গলি। মসজিদ গলি নামে পরিচিত ওই এলাকায় বাসাবাড়ি আছে ২৭টি। বুধবার ওই গলির অন্তত ১৫টি বাড়ির বাসিন্দা, বাসার তত্ত্বাবধায়ক বা প্রহরীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। সবাই পানিতে পোকা আসার বিষয়টি জানান। প্রায় দেড় মাস ধরে ওই গলির সব বাসার পানিতেই পোকা আসছে বলে জানালেন তারা।
মসজিদ গলির ১৫/৭-৮ বাসার সাততলার বাসিন্দা মোল্লা গোলাম আজম বলেন, ‘মার্চের শুরুর দিকে হঠাৎ একদিন সকালে দেখি পানিতে পোকা। পরে নিয়মিতই পানিতে পোকা আসতে থাকে। বিষয়টি ওয়াসাকে জানালে পানির ট্যাংক পরিষ্কার করতে বলে। গত ২৯ মার্চ বাসার দুটো ট্যাংকই (রিজার্ভার ও ছাদে বসানো ট্যাংক) পরিষ্কার করানো হয়। এরপরও পোকা আসছে। ’
পানিতে পোকা সমস্যার সমাধান পেতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন ১৫/৩-বি নম্বর বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, ‘পানির বিলের কাগজে দেওয়া নম্বরে কল দিয়ে পোকার সমস্যাটি জানিয়েছিলাম। জানাইল, নলের মুখে (কল) পাতলা সুতি কাপড় বান্দেন। এখন কাপড় বান্দিছি। এভাবেই পানি ছাঁকিটাকি ব্যবহার করছি। ’
পোকার পাশাপাশি কালো গন্ধযুক্ত পানির কথা জানান মসজিদ গলির ১৫/৬/১ নম্বর বাসার বাসিন্দা খোরশেদ আলম। তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি কালো দুর্গন্ধযুক্ত পানি আসতে শুরু করে। মার্চের শুরু থেকে গন্ধ কিছুটা কমে গেছে। এখন পানির সঙ্গে আধা ইঞ্চি আকারের লাল লাল পোকা আসছে।
শুধু মসজিদ গলি নয়, কল্যাণপুর এলাকার বিভিন্ন সড়কের বাসাবাড়ির পানিতেও পোকা পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। এর মধ্যে কল্যাণপুরের ১, ২, ৯, ১০ ও ১১ নম্বর সড়কের বিভিন্ন বাসায় প্রায় দেড় মাস ধরে পানির সঙ্গে লালচে পোকা পাওয়া যাচ্ছে বলে বাসিন্দারা জানান।
তবে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন দাবি করেন, গ্রাহকদের বাসাবাড়িতে ভূগর্ভস্থ ও ছাদে পানি সংরক্ষণের যে ট্যাংক আছে, সেখানেই সমস্যাটি হচ্ছে। এসব পরিষ্কার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
শুধু কল্যাণপুর নয়, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মধুবাগ, বাসাবো, মানিকনগরসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ওয়াসার পানির সঙ্গে পোকা আসছে। এসব এলাকার বাসিন্দারা জানান, কোথাও এক মাস আগে থেকে, কোথাও আবার ২০ দিন ধরে, কোনো কোনো এলাকায় এক সপ্তাহ ধরে এ সমস্যা হচ্ছে। কেউ কেউ আবার জানিয়েছেন, তিন মাস আগে থেকেই হঠাৎ হঠাৎ পানিতে এমন পোকা দেখা গেলেও মার্চ মাসজুড়ে পানিতে পোকার পরিমাণ বেড়ে গেছে।
মুগদার মানিকনগর এলাকার মিয়াজান লেনের বাসিন্দা কেয়া আক্তার। তিনি ৬ এপ্রিল ‘মানিকনগর’ নামের একটি ফেসবুক গ্রুপে পানির সমস্যা নিয়ে পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘পানির ভেতর কেঁচোর বাচ্চা। লাল ও ছোট লম্বা সুতার মতো পোকা। কী যন্ত্রণায় আছি। এর কি কোনো সমাধান হবে না?’
খিলগাঁওয়ের তারাবাগ এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সোহেলি বেগম বলেন, পোকার কারণে বাড়িওয়ালা ট্যাংকও পরিষ্কার করিয়েছেন। কোনো লাভ হয়নি।
ফাতেমা তুজ জোহরা নামের খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ৮ নম্বর সড়কের এক বাসিন্দা বলেন, ১৫-২০ দিন ধরে পানির সঙ্গে লাল কেঁচো ও সাদা লার্ভার মতো পোকা আসছে। সম্প্রতি দুবার বাসার দুটি ট্যাংক পরিষ্কার করানো হলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বাধ্য হয়ে পানি কিনে খাচ্ছেন।
রাজধানীর বেশ কিছু এলাকার পানিতে পোকা আসার বিষয়টি স্বীকার করেন ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা। মূলত সায়েদাবাদ পানি শোধনাগার থেকে সরবরাহ করা পানিতে পোকা পাওয়া যাচ্ছে বলে জানান তারা। কর্মকর্তারা বলেন, ওই শোধনাগার থেকে কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
(ওএস/এএস/জুন ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের সভা
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
- ইসরায়েল পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
- রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- ফরিদপুরে রাতের অন্ধকারে একটি সার্বজনীন দুর্গা মন্দির ভাঙচুর
- ‘শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ’
- বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা
- ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি’
- ‘জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক’
- ‘সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে’
- লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
- সাতক্ষীরা সদরের ডিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু
- সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- কুড়িগ্রামে জুলাই সংগঠক জোবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- এশিয়ান কাপে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ
- নতুন ভোটার হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার
- আগস্টের শেষে চূড়ান্ত ভোটার তালিকা
- শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, র্যাংকিংয়ে টানা উন্নতি
- বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ, এক জেলের জরিমানা
- শীত আসতেই মুখ-হাত-পায়ে চামড়া উঠছে, কী করবেন?
- বেলকুচিতে জনমত জরিপে এগিয়ে বদিউজ্জামানের মোটরসাইকেল
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা