E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেনজীর আহমেদের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

২০২৫ জুলাই ১৪ ১৯:১০:৪২
বেনজীর আহমেদের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

স্টাফ রিপোর্টার : বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গাকিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন যা অনুসন্ধানাধীন। তদন্তে জানা গেছে, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে বেনজীর ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লাখ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বেনজিরের নামে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুটি হিসাব।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে, তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test