E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

২০২৫ জুলাই ১৬ ০০:৫০:৩৭
উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার : দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনার সচিবকে বিবাদী করা হয়েছে।

লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার ৫ দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবগত করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে।

জনস্বার্থে মঙ্গলবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ লিগ্যাল নোটিশ পাঠান। আইনজীবী নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আশরাফ উজ জামান বলেন, গত ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর গত বছরের ২০২৪ সালের ১৮ আগস্ট ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরে ১১ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট (স্থানীয় সরকার মন্ত্রণালয়) নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি। তাই এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকায় সংশ্লিষ্ট উপজেলা পরিষদের স্থানীয় জনগণ নানাবিধ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ১১ মাস চলে গেলেও নির্বাচনের বিষয়ে কোনো সাড়া শব্দ নেই। এ নির্বাচনের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী ৫ দিনের মধ্যে না জানালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

গণ-অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

পরে বিকল্প ব্যবস্থা করে সরকার। যেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার।

দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে গত ১৮ আগস্ট। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ওইদিন এ বিষয়ে পৃথক আদেশ জারি করেঠিল স্থানীয় সরকার বিভাগ।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test