E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

`তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে'

২০২৫ আগস্ট ০২ ১২:৪১:১০
`তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে'

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ-প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ‘আইন, বিচার, সংবিধান বা বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়।

এসব বিষয়ে সংবাদ-প্রতিবেদন তৈরির আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো মনোযোগী ও সতর্ক হতে হবে। ’

গত বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক প্রকাশনা ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচনের সময় এ কথা বলেন বিচার বিভাগের প্রধান।

সুপ্রিম কোর্টের খবর সংগ্রহকারী নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন এসআরএফ। গত ২১ জুন সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভার পর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সে সময় জাগরণ নামের একটি বার্ষিক প্রকাশনা বের করে এসআরএফ; যেটির মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদমাধ্যমগুলোতে বিচার বিভাগ নিয়ে যত খবর-প্রতিবেদন প্রচার-প্রকাশ হয়েছে, সেসব খবর-প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার কোনো ঘাটতি বা বিচ্যুতি আমার চোখে পড়েনি। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন আরো সমৃদ্ধ হতে পারত। সে জন্য সংবাদকর্মীদের আরো সচেষ্ট থাকতে হবে। ’

সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সাংবাদিকরা এজলাসে উপস্থিত থাকছেন। শুনানি, আদেশ বা রায় ঘোষণার সময় তাঁরা নোট নিচ্ছেন। শুধু তাই না, দ্রুততার সঙ্গে প্রচার ও প্রকাশ করছেন। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম-সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। ক্ষেত্র আলাদা হলেও বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সবাইকে কাজ করে যেতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিচার বিভাগের যোগাযোগ আরো দৃঢ় হবে বলে আশা করি। এ ক্ষেত্রে অবশ্যই পেশাদারি বজায় রাখতে হবে। ’

বিচার বিভাগ সংস্কারে ঘোষিত রোডম্যাপ ও প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এসআরএফের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান বলেন, ‘স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গত এক বছরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বেশির ভাগই বাস্তবায়ন হয়েছে। আমাদের প্রত্যাশা, প্রধান বিচারপতির ঘোষণা অনুযায়ী বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয়ও প্রতিষ্ঠা করা হবে। ’

এর আগে এসআরএফের নতুন কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test