E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

২০২৫ আগস্ট ১৩ ১৪:২২:২৩
জি এম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি. এম. কাদেরের দলীয় কার্যক্রমের ওপর জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (১৩ আগস্ট) মামলাটিতে জি এম কাদেরের পক্ষে নিযুক্ত আইনজীবী মনোয়ার হোসাইন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীপক্ষ মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশসহ মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

গত ২ আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদীপক্ষের নিয়োজিত প্রতিনিধি ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান। সেই আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন আদালত।

গত ৩০ জুলাই জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ ১০ নেতা একটি মামলা করেন। মামলায় এসব নেতার অব্যাহতির আদেশ বাধ্যতামূলক নয় মর্মে ঘোষণা ও চেয়ারম্যান হিসেবে জি. এম. কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম চেয়ারম্যান হিসেবে জি. এম. কাদেরের দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

মামলার আরজিতে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জি. এম. কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জি. এম. কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।

ওই ঘটনায় গত ১০ জুলাই মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন বাদী হয়ে একটি মামলা করেন।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test