E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাকসু নির্বাচন : প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অমর্ত্য রায়ের রিট

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:৪৬:৩৯
জাকসু নির্বাচন : প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে অমর্ত্য রায়ের রিট

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য প্যানেলের’ সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন।

সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মানজুর আল মতিন।
এর আগে ৬ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে গত ১৭ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা এবং ২৫ আগস্টের খসড়া প্রার্থী তালিকা ও গত ২৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় অমর্ত্য রায়ের নাম অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, সিন্ডিকেট থেকে জানানো হয়েছে যে অমর্ত্য নিয়মিত শিক্ষার্থী নন। জাকসু সংবিধান অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারেন না। তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

অমর্ত্য যখন মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন, তখন একাডেমিক কাউন্সিল ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর দেখতে পায় তিনি স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি। একাডেমিক কাউন্সিল তাকে বিশেষ বিবেচনায় বিশেষ পরীক্ষার সুপারিশ করেছে। এ ধরনের শিক্ষার্থীদের অনিয়মিত ধরা হয়। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।

প্রার্থিতা বাতিলের ঘটনায় অমর্ত্য রায় জন বলেন, আমি প্যানেলের সদস্যদের সঙ্গে আলোচনা করব। যা-ই হোক, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে আশা করি।

আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test