E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৬:০৯:০৮
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।  

পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ অব্যাহতির এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া ব্যাক্তিদের মধ্যে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল, জহির উদ্দিন স্বপন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০২৩ সালের ২৮ অক্টোবর রমনা থানার সামনে পাইওনিয়ার রোডস্থ বিভাগীয় কমিশনার ভবনের সামনে গিয়ে বেআইনি সমাবেশ ঘটিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ও মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে সেগুন বাগিচা কাঁচাবাজার এলাকায় এলে সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বছর ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নামোল্লেখ করে রমনা থানার এসআই আউয়াল এ মামলা দায়ের করেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test