E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

২০২৫ অক্টোবর ০৬ ১৩:১৬:২৫
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার (০৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস প্রমুখ।

এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ মামলায় তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের অব্যাহতির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংকির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পুলিশের গাড়িতে ইট-পাটকেল ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় তৎকালীন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test