E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সকল আদালতের কার্যতালিকা অনলাইনে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

২০২৫ অক্টোবর ০৮ ১২:৫৪:১৮
সকল আদালতের কার্যতালিকা অনলাইনে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

স্টাফ রিপোর্টার : দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে দিতে বিশেষ নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে।

‘দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে প্রদান প্রসঙ্গে’ শীর্ষক ৭ অক্টোবর জারি করা সার্কুলারে বলা হয়, অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রত্যেকটি জেলার আদালতসমূহের কার্যতালিকার তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে।

ফলে বিচার বিভাগ হতে সেবা গ্রহীতারা বিচার বিভাগ সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তিতে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।

বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সকল আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদের জন্য আগের দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না উল্লেখ করে সার্কুলারে আরও বলা হয়, দেশের সকল আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test