E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি

২০২৫ অক্টোবর ১১ ১২:৫২:৪০
মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার : মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে মিশর সফরে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (যিনি পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের জেএটিআই চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন) গত ৮ অক্টোবর মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ এনসিজেএস পরিদর্শন করেন। এ সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরকালে প্রধান বিচারপতি মিশর বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি, কাউন্সেলর ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার। আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।

এ সময় মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। এ সফরের ফলশ্রুতিতে জেএটিআই এবং এনসিজেএস যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test