E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক মন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ অক্টোবর ১৮ ১৩:০৫:৫৩
সাবেক মন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার : মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান, ছেলে ফয়সাল মোরশেদ খানসহ সাতজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল হক জানান, ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী, ছেলে, তিন সিঙ্গাপুরি ও এক জাপানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে তাদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পক্ষ থেকে ঋণ খেলাপির মোকদ্দমা দায়ের করা হয়। এরপর বিচারক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করেন।

তবে তাদের কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করতে না পারায় ২০২৪ সালে ডিক্রিদার ব্যাংক অর্থ জারি মোকদ্দমা দায়ের করে। এরপর দায়িকদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

কিন্তু দায়িকপক্ষ আদালতে হাজির না হওয়ায় ডিক্রিদার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাতজনের নামেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test