ন্যায়বিচারই জাতীয় অগ্রগতির সবচেয়ে শক্তিশালী নিয়ামক

স্টাফ রিপোর্টার : পরিবর্তনের এ সময়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগ জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে আইনের মর্যাদা রক্ষায় সুদৃঢ় ভূমিকা রেখে প্রমাণ করেছে যে ন্যায়বিচারই জাতীয় অগ্রগতির সবচেয়ে শক্তিশালী নিয়ামক- এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (১৮ অক্টোবর) পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশের বিচার বিভাগের সংস্কারের একটি জোরালো দাবি জনমানসে উত্থাপিত হয়। কারণ জুলাই অভ্যুত্থান ছিল মূলত ন্যায়বিচার, জবাবদিহিতা এবং স্বচ্ছতার এক যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন, যা ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনের অপরিহার্য উপাদানও বটে।
এই পরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ১০ আগস্ট বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন, যা জাতির বিচার বিভাগের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।
‘প্রধান বিচারপতি হিসেবে তিনি এমন এক কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ছিল এক অপরিহার্য সময়ের দাবি। এমন এক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা এবং জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে প্রধান বিচারপতি ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন, যার মাধ্যমে বিচারব্যবস্থাকে আধুনিক, দক্ষ এবং সুশৃঙ্খল করার এক যুগোপযোগী কর্মসূচি শুরু হয়। ’
প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ সম্পর্কে বলা হয়, এটি এমন একটি কৌশলগত পরিকল্পনা, যার মূল লক্ষ্য বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা, সততা ও দক্ষতার নীতির সঙ্গে দেশের বিচারব্যবস্থাকে পরিচালিত করা।
এক্ষেত্রে প্রধান বিচারপতির দৃষ্টিভঙ্গি এই যে বিচার বিভাগ কেবল ন্যায়বিচার করলেই সন্তুষ্ট থাকবে না, বরং নিজের কাজের মধ্য দিয়ে ন্যায়বিচারের আদর্শ সমাজে এমনভাবে প্রতিফলিত করবে, যেন বিচার বিভাগের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা দৃশ্যমান হয়। মূলত জাতির এই ক্রান্তিলগ্নে প্রধান বিচারপতির এই সংস্কার উদ্যোগ বাংলাদেশের বিচারব্যবস্থাকে জনগণকেন্দ্রিক এবং সময়োপযোগী করে তোলার এক অনন্য প্রচেষ্টা।
‘প্রধান বিচারপতি তার বলিষ্ঠ নেতৃত্বে বিচার বিভাগ, আইনজীবী, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিচার বিভাগের সংস্কারে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার বিষয়টিতে বিশেষ গুরুত্ব প্রদান করেন। ’
প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য ছিল বিচার বিভাগের প্রতি জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির এই সংস্কার উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব নিশ্চিতকল্পে আইন মন্ত্রণালয়, বার কাউন্সিল, একাডেমিয়া এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের নিয়ে ইতোমধ্যে একটি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক কাঠামো গড়ে তোলা হয়েছে, যা জাতির এই ক্রান্তিকালে বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
বিশেষ করে, এই সমন্বিত প্রক্রিয়ার কারণে বাংলাদেশের বিচার বিভাগের এই নবযাত্রাকে একটি সম্মিলিত প্রচেষ্টা হিসেবেই সংজ্ঞায়িত করা বাঞ্ছনীয়।
‘জুলাই অভ্যুত্থান-পরবর্তীকালে বাংলাদেশের বিচার বিভাগের এই ইতিবাচক রূপান্তর থেকে যে মূল্যবান শিক্ষা দৃশ্যমান, তা অন্যান্য পরিবর্তনশীল দেশের জন্যও সমরূপে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বিচার বিভাগের এই রূপান্তরের অভিজ্ঞতা দেখিয়েছে, রাজনৈতিক পরিবর্তনের পরপরই বিচার বিভাগের জন্য যত দ্রুত সম্ভব একটি স্পষ্ট সংস্কার রূপরেখা ঘোষণা করা কতটা জরুরি। প্রধান বিচারপতি মহোদয় ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাংলাদেশের জনগণকে নতুন করে আশার আলো দেখিয়েছে এবং একই সঙ্গে প্রমাণ করেছে যে জনগণের আস্থা ফিরিয়ে আনাই হতে পারে একটি টেকসই বিচার বিভাগের মূল ভিত্তি। ’
বিচার বিভাগের এই রূপান্তরের অভিজ্ঞতা নিয়ে বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগের এই রূপান্তরের অভিজ্ঞতা আরও দেখিয়েছে যে বিচার বিভাগীয় সংস্কার সফল করতে হলে বহুমাত্রিক অংশীদারিত্ব প্রয়োজন। বিচারক, আইনজীবী, নীতিনির্ধারক ও নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া ফলপ্রসূ সংস্কার সম্ভব নয়।
প্রধান বিচারপতির অন্তর্ভুক্তিমূলক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশের বিচার বিভাগের এই সার্বিক সংস্কার কার্যক্রমকে একটি সফল অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পর্যবসিত করেছেন। এর ফলে জনগণ ও বিচারপ্রার্থীদের সঙ্গে কৌশলগত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ ক্রমশ গণমানুষের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন একটি দূরবর্তী প্রতিষ্ঠান হতে জনগণের নিকটবর্তী এক আস্থার প্রতীক হয়ে উঠেছে।
‘বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সেই বিরল উদাহরণগুলোর একটি, যেখানে বিচার বিভাগ জাতীয় রূপান্তরের রূপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মূলত প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব ও সাহসী উদ্যোগের ফলেই বাংলাদেশের বিচার বিভাগ জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে জনআকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশের অভিজ্ঞতা আজ বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের বিচার বিভাগ দেখিয়েছে- সুনির্দিষ্ট লক্ষ্য, অংশীদারিত্ব ও সংবিধাননিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে বিচার বিভাগ জাতি পুনর্গঠনের এক অনন্য চালিকাশক্তিতে পরিণত হতে পারে। ’
প্রধান বিচারপতির বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ স্কিমের আওতায় গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের বিচার বিভাগকে এক নতুন মর্যাদায় আসীন করেছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই রূপান্তর কেবল বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করেনি, বরং বিচার বিভাগের সঙ্গে জনগণের নৈতিক ও সামাজিক সম্পর্ককে নতুন রূপে নির্ধারিত করেছে।
পরিবর্তনের এই সময়ে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে আইনের মর্যাদা রক্ষার সুদৃঢ় ভূমিকা রেখে প্রমাণ করেছে যে- ন্যায়বিচারই জাতীয় অগ্রগতির সবচেয়ে শক্তিশালী নিয়ামক।
(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইল সদর হাসপাতাল ভরসার জায়গা এখন ভোগান্তির কেন্দ্র
- সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত, আহত ৪
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সিজেএফবি অ্যাওয়ার্ড
- ‘পাকিস্তানের উপকারের কথা ভুলে গেছে আফগানিস্তান’
- যুদ্ধবিরতির পরেও বন্ধ গাজার ‘লাইফলাইন’ রাফা ক্রসিং
- প্রায় ৪০ বছর ধরে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজার হাজার মানুষ
- ন্যায়বিচারই জাতীয় অগ্রগতির সবচেয়ে শক্তিশালী নিয়ামক
- সাগরে লঘুচাপের আভাস, সপ্তাহের শেষে কমতে পারে গরম
- ‘পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন’
- মেট্রোরেল চলাচলে সময় বাড়লো ১ ঘণ্টা
- লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি
- বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়
- ‘বিমানবন্দরে আগুন পূর্বপরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে’
- নড়াইলে খাল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
- আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর
- ‘শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, নেই আর বাড়ার শঙ্কা’
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- ১৫ দিন ধরে বন্ধ আটলংকা বাজারের ২০টি দোকান
- সালথার ভাওয়াল ইউনিয়নে জাকের পার্টির সভা র্যালি
- বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা, প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
- শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ
- কাপাসিয়া সদর ইউনিয়ন আ.লীগের সভাপতির ইন্তেকাল
- টাইমস স্কয়ারে দুর্গাপূজা
- ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’
- আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
- যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা
- কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের
- অমলকান্তি
- সাগরে লঘুচাপের আভাস, সপ্তাহের শেষে কমতে পারে গরম
- জিটি ৩০ ৫জি উন্মোচন করলো ইনফিনিক্স
- ‘বেতন এত কম যে টাকার অংক বলতে লজ্জা হয়’
- ‘রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে’
- আফরোজা রূপার কণ্ঠে এলো ‘শ্রাবণের ধারার মতো’
- প্রায় ৪০ বছর ধরে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজার হাজার মানুষ
- ‘আমার বাবার কাছেও এমন ঘটনা কখনও শুনিনি’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- চিঠি দিও
- ন্যায়বিচারই জাতীয় অগ্রগতির সবচেয়ে শক্তিশালী নিয়ামক
- জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল
- বন্যার্তদের পাশে ‘আমরা ঈশ্বরদীবাসী’ নামে মানবিক সংগঠনের আত্মপ্রকাশ
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- সারাদিন বাইসাইকেলে ঘুরে ‘ছিট কাপড়’ বিক্রি করে সংসার চালান রাবেয়া