E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস

২০২৫ অক্টোবর ২২ ১৮:২৬:৪৪
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত অভিযোগপত্রমূলে কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামিদের পক্ষ ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

এর আগে এ মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট।

এর আগে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার মারপিটের অংশে হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দীন বাদি হয়ে মামলা দায়ের করেন।

উচ্চ আদালতের নির্দেশে ২০১৫ সালে মামলাটি কলারোয়া থানায় রেকর্ড করা হয়। ওই বছরেই সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নামে আদালতে মারপিট, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। আদালতে সাক্ষী দিতে এসে সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের নাম উল্লেখ করে কদর্য ভাষায় মিথ্যাচার করেন সমাজের আলো ডট কম এর সাংবাদিক তুজুলপুরের ইয়ারব হোসেন ও দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান।

২০২১ সালে এসটিসি ২০৭/১৫ ও এসটিসি- ২০৮/১৫ নং মামলার রায় ঘোষনা করা হয়। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন সাবেক সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি'র আশীর্বাদপুষ্ট জজ কোর্টের তৎকালীন পিপি বহুল আলোচিত অ্যাড. আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ।

(আরকে/এসপি/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test