E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে মাসুম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

২০২৫ নভেম্বর ০৩ ১৯:০১:১২
নড়াইলে মাসুম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের আলোচিত মাসুম ফকির হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে স্বল্পমেয়াদি কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আরাফাত শেখ নড়াইল সদর উপজেলার খলিশাখালী গ্রামের ওসমান শেখের ছেলে, আশা বেগম লোহাগড়া উপজেলার নলদী নওয়াপাড়া এলাকার মো. আনিছ মোল্যার স্ত্রী এবং রোমান ভূঁইয়া বুড়িখালী উত্তরপাড়া এলাকার এনায়েত ভূঁইয়ার ছেলে।

রায়ে আরাফাত শেখ ও আশা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং একই মামলায় রোমান ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। অপর এক আসামি মোছাঃ শাবানা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মাসুম ফকির নাকশী বাজার থেকে বাজার করে বাড়িতে দিয়ে আবার বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ঘটনার পাঁচ দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার নলদীর জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির পাশে নবগঙ্গা নদীর উত্তরপাড়ের চর থেকে পুলিশ মাসুম ফকিরের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে নিহতের প্রেমিকা আশা বেগমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন এবং একজনকে স্বল্পমেয়াদি কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। অন্যদিকে, এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়।

রায় ঘোষণার সময় আসামি রোমান ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন, তবে বাকি দুই আসামি পলাতক ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test