E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিচারকের সন্তান হত্যা,  দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার

২০২৫ নভেম্বর ১৪ ১৩:০৪:৪৭
বিচারকের সন্তান হত্যা,  দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় আইন উপদেষ্টা এক বিবৃতিতে সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন।

আহত তাসমিন নাহারের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিচার বিভাগের সব সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test