E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিরাপত্তার চাদরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-হাইকোর্ট

২০২৫ নভেম্বর ১৭ ১৩:৩৩:৪০
নিরাপত্তার চাদরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-হাইকোর্ট

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)। 

সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পুরো এলাকা জুড়ে পুলিশ, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), এপিবিএন, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা যায়, মৎস্যভবন সংলগ্ন হাইকোর্টের গেটে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানে সেনাবাহিনীর একটি সাজোয়া যান রয়েছে। হাইকোর্টের মাঝখানে মূল গেটে সেনাবাহিনীর সদস্যদের দুটি সাজোয়া যান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন মাজার গেটে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা রয়েছেন। সেখানে ডিএমপির একটি সাজোয়া যান এবং সেনাবাহিনীর একটি সাজোয়া যান দেখা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে পুলিশ এপিবিএন সদস্যদের পাশাপাশি র‌্যাবের সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

সকাল থেকে হাইকোর্টের মাজার গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করছে পুলিশ। কারো সঙ্গে ব্যাগ থাকলে সেটি খুলে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়া দোয়েল চত্বর থেকে হাইকোর্ট অভিমুখী সড়কটি ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ১৬ ও ১৭ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছেন দলটির নেতারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রায় ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

এ বিষয়ে রবিবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমা বলেন, ১৭ নভেম্বর ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

একই কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনিবলেন, আমাদের ফোর্স মোতায়েন আছে। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই।

অন্যদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করছেন।নিরাপত্তার চাদরে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-হাইকোর্ট

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, র‌্যাব-২ ও ৩ এর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের সদস্যরা টহল ও চেকপোস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি অনলাইনে যেসব হুমকি আছে, সেগুলো আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন এ রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে র‌্যাব সেটি নস্যাৎ করে দিতে প্রস্তুত আছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test