E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ

২০১৫ জুলাই ০১ ১৩:৪৮:৪৬
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার : বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। একটি রিট আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১৭ মে বাড়িভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি ওই রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একজন বিশিষ্ট আইনজ্ঞের নেতৃত্বে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের ৬ মাসের সময় বেঁধে দিয়েছে আদালত। কমিটির কাজ হবে এলাকা ভিত্তিক বাসা পরিদর্শন করে সংশ্লিষ্ট সবার সঙ্গে (বাড়ির মালিক, স্থানীয় জনগণ, কাউন্সিলর ও অন্যান্য প্রতিনিধি) কথা বলে ভাড়া নির্ধারণ করে দেয়া। আদালতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে রিট আবেদনটি করে হিউম্যান রাইটন অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।

রিট আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসসহ বিভিন্ন বিধান থাকলেও বেশিরভাগ সময় বাড়ির মালিকরা সেটা পালন করছেন না। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেও ভাড়া আদায় করা হচ্ছে না। রিটের বিবাদী ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টরা।

(ওএস/পিবি/জুন ০১,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test