E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বৃটেনে অবৈধ ইমিগ্র্যান্টদের ঘর ভাড়া দিলে জরিমানা

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৭:২৭:৩০
বৃটেনে অবৈধ ইমিগ্র্যান্টদের ঘর ভাড়া দিলে জরিমানা

লন্ডন প্রতিনিধি : বৃটেনের মিডল্যান্ডসের বাড়িওয়ালারা এই প্রথম বারের মতো অবৈধ ইমিগ্র্যান্টদের ঘরভাড়া দিলে জরিমানার সন্মুখিন হতে যাচ্ছেন।

ইমিগ্র্যাশন মিনিষ্টার জেমস ব্রোকেনশায়ার ঘোষণা করেছেন, সারা দেশে চালু হওয়ার পূর্বে এই ধরণের পদক্ষেপ বিরমিংহাম, ওয়ালসল, সেন্ডওয়েল, ডাডলী ও উলভারহ্যাম্পটনে শুরু করা হবে।

নতুন ব্যবস্থার অধীনে বাড়িওয়ালাদের আগামী ১ ডিসেম্বর থেকে সকল প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিট নিতে হবে। কেউ এ নির্দেশ পালনে ব্যর্থ হলে তার তিন হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

ব্রোকেনশায়ার বলেন “অসাধু বাড়িওয়ালা যারা ভাড়াটিয়াদের অনুপযুক্ত, জনাকির্ণ এবং অনিরাপদ আবাসনের বিনিময়ে অর্থ শোষন করছে তাদের বিরুদ্ধে এটি একটি নতুন ধরণের ব্যবস্থা।”

তিনি আরো বলেন, অভিবাসীদের এই দেশে অবস্থানের ব্যাপারে অভিবাসন আইন লংঘনের কোন সুযোগ ইমিগ্র্যাশন এক্ট ২০১৪ এর বিধানসমূহে নেই।

জনৈক হোম অফিস মুখপাত্র বলেন, আগামী বসন্তে ওয়েষ্ট মিডল্যান্ডের অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test