E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

১ টন ওজনের বিশ্বের সবচেয়ে বড় কুমড়া!

২০১৪ সেপ্টেম্বর ০৭ ২০:০৮:২৭
১ টন ওজনের বিশ্বের সবচেয়ে বড় কুমড়া!

আন্তর্জাতিক ডেস্ক : কুমড়া কেনার ও খাওয়ার অভ্যাস কম-বেশি সবারই আছে। কুমড়ার ওজন যদি হয় ১ টন তবে? নিশ্চয়ই মনে করছেন ভুল শুনছেন? আসলে তাই-ই সম্ভব করেছেন টিম ম্যাথিসন। চলুন বিস্তারিত জানা যাক।

কুমড়ার ওজন ১ টন হতে পারে এটা শুনে অনেকে ভ্রু কুঁচকালেও সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে বড় কুমড়ার মালিকের নাম টিম ম্যাথিসন। অক্টোবরের ২০১৩ তে তিনি ২০৩২ পাউন্ডের কুমড়ার মালিক হিসাবে নাম লেখান।

এটাই সর্বশেষ পাওয়া সবচেয়ে বড় কুমড়া যা গিনেজ বুকের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে। সাউথ বেতে অবস্থিত এই প্রতিযোগিতার আয়োজক তাদের ২৩ তম বার্ষিক প্রতিবেদনে টিম ম্যাথিসনকে বিজয়ী ঘোষণা করেন।

৫৬ বছর বয়সী ম্যাথিসন বলেন, ভালো আবহাওয়া এবং তার আন্তরিক পরিশ্রমের কারণেই এ রেকর্ড করা তার পক্ষে সম্ভব হয়েছে। তিনি ১৪ হাজারের বেশি মার্কিন ডলার তার সম্মানি পাওয়া ছাড়াও বোনাস হিসেবে অতিরিক্ত পেয়েছেন ১৫০০শ মার্কিন ডলার। তবে টিমই যে এ কাজে প্রথম সেটি ভাবার কোনো কারণ নেই। এর আগে সেপ্টেম্বরের ২৮ তারিখ ২০১২ সালে সবচেয়ে বড় কুমড়ার কৃতিত্ব অর্জন করেন।

তার উৎপাদিত কুমড়াটির ওজন ছিলো ২০০৯ পাউন্ড। সেই উৎসবটির আয়োজক ছিলেন । অবশ্য তিনি ২০০৬ সালে ১৫০২ পাউন্ড ওজনেরও একটি কুমড়া নিয়ে সবার নজর কাড়েন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test