E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আশরাফ ঘানি

২০১৪ সেপ্টেম্বর ২৯ ১৬:০৫:৪০
আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আশরাফ ঘানি

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ফলাফলে আশরাফ ঘানি এগিয়ে থাকলেও তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ।

১৪ জুন অনুষ্ঠিত ওই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হয় আফগানিস্তানে। তবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ব্যাপক চাপের মুখে দু্ই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই সমঝোতায় আসতে বাধ্য হন পাশাপাশি একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে একমত হন তারা। সমঝোতা অনুযায়ী আশরাফ ঘানিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়।

তবে একই সঙ্গে সোমবার দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেবেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। আফগানিস্তানের প্রধান নির্বাহীর পদটি অনেকটা হবে প্রধানমন্ত্রীর মতো।বিগত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার পদ্ধতির থেকে আফগানিস্তানের নতুন সরকারের পদ্ধতি হবে অনেকটাই পৃথক। এ পদ্ধতিতে প্রেসিডেন্টকে কিছু কিছু ক্ষমতা প্রধান নির্বাহীর সঙ্গে ভাগাভাগি করতে হবে।

এদিকে বিদায়ী ভাষণে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আমরা আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি যে আমাদের প্রচেষ্টাগুলো বাস্তবে রূপ নেয়নি। তবে আমি বলবো যে শান্তি অবশ্যই আসবে।

রোববার রাতে জাতির উদ্দেশ্যে এ ভাষণ দেন আফগানিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি নতুন সরকার ও প্রেসিডেন্টকে সমর্থন করে যাওয়ারও অঙ্গীকার করেন।

নতুন প্রেসিডেন্টের শপথ মধ্যেই হামলা চালিয়েছে তালেবান। সোমবার পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের একটি জেলা হেডকোয়ার্টারে হামলা চালিয়ে কমপক্ষে দশজনকে হত্যা করে তালেবান যোদ্ধারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test