E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র; ক্ষিপ্ত করছে চীন-রাশিয়াকে

২০১৪ অক্টোবর ০২ ০৮:৩৯:৪৫
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র; ক্ষিপ্ত করছে চীন-রাশিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং রাশিয়ার উদ্বেগ ও আপত্তি উপেক্ষা করেই দক্ষিণ কোরিয়ায় উন্নতমানের ক্ষেপণাস্ত্র মোতায়েন জোরদার করেছে আমেরিকা। এতে ক্ষুব্ধ হয়ে উঠছে বেইজিং ও মস্কো।

শীর্ষ পর্যায়ের একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে, টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থাড নামের এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়ায় সুবিধাজনক জায়গা খুঁজছে আমেরিকা। একইসঙ্গে এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ন্যায্যতা নিয়ে দক্ষিণ কোরিয়াকে বোঝানোর চেষ্টা করছে আমেরিকা। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক পরিষদের আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটনে কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আমেরিকার সহকারী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র হচ্ছে আমেরিকার কৌশলগত সম্পদ এবং সেগুলো মোতায়েন করার বিষয়ে জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত হতে হবে।

এদিকে, উন্নত ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা নিয়ে দক্ষিণ কোরিয়াও বিব্রতকর অবস্থায় পড়েছে। দেশটি মনে করছে- এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে চীন ক্ষুব্ধ ও বিরক্ত হতে পারে। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশ থাড ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েনের অনুরোধ পায় নি এবং এ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনাও হয় নি।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test