E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত ৫

২০২২ জুন ২৪ ১৬:৪০:৫২
আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দুদিন আগে আফগানিস্তানের যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজারখানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আবারও ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ জুন) আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএসসি) তথ্যমতে, এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

এর আগে, গত বুধবার ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় ওই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।

শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাকতিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।

দুর্গম এলাকা হওয়ায় সেখানে উদ্ধার সরঞ্জাম পৌঁছানো ছিল বেশ দুরূহ। এ অবস্থায় হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালান উদ্ধারকর্মীরা। এরই মধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে আফগান কর্তৃপক্ষ। তবে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের আফটারশকে (শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পন) পাঁচজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নতুন ক্ষয়ক্ষতি বা আহতদের সংখ্যা জানা যায়নি।

(ওএস/এসপি/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test