E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত

২০১৪ অক্টোবর ১৮ ১৯:৩৪:৪৫
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। দুটি দেশের মধ্যে শুধু সীমান্তই নেই, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যও রয়েছে।

আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের একশ’ সদস্যের একটি তরুণ প্রতিনিধিদল নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের এই প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বলেন, তার দেশের উদ্যোগে ভারতে এটি বাংলাদেশের তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফর। গত দুই বছরে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় দলের সঙ্গে মিলিত হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রণব মুখার্জী ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার ও স্থায়ী করতে কাজ করার জন্য প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহবান জানান। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, তাঁর দেশ বাংলাদেশের জনগণের কল্যাণে সবসময়ে সহযোগিতার হাত সম্প্রসারিত করবে। রাষ্ট্রপতি এই প্রতিনিধিদলের সফর আনন্দময় ও শিক্ষামূলক কামনা করেন।

ভারতের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকায় নিযুক্ত সে দেশের হাইকমিশন এবং বাংলাদেশ সরকার ভারতে এই তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফরের আয়োজন করে।

আগামী ২০ অক্টোবর প্রতিনিধিদলটি দেশে ফিরে আসবে। দুই দেশের তরুণদের মধ্যে একটি সমঝোতা সেতু স্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার এই কর্মসূচির আয়োজন করে।

(ওএস/এটিআর/আক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test