E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভারতে ১২ ঘন্টায় বিক্রি ৩৫ হাজার আইফোন

২০১৪ অক্টোবর ১৯ ১৭:০০:৩০
ভারতে ১২ ঘন্টায় বিক্রি ৩৫ হাজার আইফোন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিক্রির নতুন রেকর্ড গড়লো অ্যাপলের আইফোন ৬ ও ৬ প্লাস৷ শুক্রবার রাত থেকেই ক্রেতারা দোকানের বাইরে ভিড় করে রাখেন এবং নিজেদের পছন্দের ফোন কিনে নেন৷ বিক্রির যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, সেটি অনুযায়ী মাত্র ১২ ঘন্টায় মোট ৩৫ হাজার আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি হয়েছে৷

রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকায় আইফোন ডিলারদের কাছে আইফোনের ভক্তরা শুক্রবার সন্ধ্যা থেকেই ভিড় করতে শুরু করেন৷ মাঝরাতের পরে যখন আইফোনের বিক্রি শুরু হয় তখন খুব তাড়াতাড়িই আইফোনের স্টক শেষ হয়ে যায়৷ যদিও ফোনের যোগানে কমতি না থাকায় ক্রেতাদের নিরাশ হতে হয়নি৷

৪.৭ ইঞ্চির আইফোন ৬য়ের দাম এই মেমোরি অনুযায়ী ছিল৷ ১৬ জিবি মেমোরির ফোনের দাম ছিল মাত্র ৫৩,৫০০ রূপি। তবে শুধু রাজধানী নয়, অন্যান্য শহরেও এই ফোনের জনপ্রিয়তা তুঙ্গে৷

কলকাতাতেও প্রচুর পরিমাণে ক্রেতা এই ফোন কিনতে আসেন৷ কলকাতার বিভিন্ন মোবাইল স্টোরে আইফোন প্রচুর পরিমাণে বিক্রি হয়৷ এছাড়াও প্রিঅর্ডারের মাধ্যমেও অনেকেই এই ফোন বুক করে রেখেছিলেন৷অনেকে আবার এই কারণে এই ফোনের অর্ডার দিয়েছিলেন তার কারণ তারা জানতে গ্রে মার্কেটে অনেক বেশি দামে এই ফোন বিক্রি করা যাবে৷ যদিও এমন কিছু হয়নি৷ জানা গিয়েছে, অ্যাপেল আরও ৫০-৫৫ হাজার হ্যান্ডসেট ভারতে পাঠাচ্ছে৷

(ওএসেএটিআর/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test