E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা নিষিদ্ধ

২০১৪ অক্টোবর ২০ ১১:৪০:৫৫
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুখ ঢাকা পোশাক (বোরকা) পড়ে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির পার্লামেন্টের এক অধিবেশনে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসি ও এএফপি’র।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নিরাপত্তার প্রয়োজনে পরিদর্শকদের মুখ খোলা রাখতে হবে।

এর আগে চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভবনে মুখ ঢাকা পোশাক পরিহিত পরিদর্শনকরীদের পাবলিক গ্যালারীর আলাদা অংশে বসার নির্দেশনা দেওয়া হয়। তবে পাবলিক গ্যালারীতে বোরকা পড়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যক্রমের বিরোধিতা কর্মসূচির গুজবের পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক সিনেট সদস্য।

এদিকে দেশটির পার্লামেন্টের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটিতে বসবাসরত মুসলিমরা। তারা জানিয়েছেন, বোরকার সঙ্গে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।

প্রায় পাঁচ লাখ মুসলিম বসবাসকারী দেশটিতে আগে থেকেই খ্রিস্টান সংসদ সদস্য ও যাজকরা মুসলিম নারীদের হিজাব পড়ায় নিষেধাজ্ঞা জারির ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছেন।

এরই পরিপ্রেক্ষিতে ইরাক ও সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট) বিরোধী অভিযানে অস্ট্রেলিয়ার যোগ পর নতুন এ সিদ্ধান্ত নেওয়া হল। তবে কিছুদিন পরই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে পার্লামেন্ট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test