E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

 

ক্ষমতায় এলে হিন্দুদের দেশে ফেরাবো: ইমরান খান

২০১৪ অক্টোবর ২০ ১৮:১৪:৩২
ক্ষমতায় এলে হিন্দুদের দেশে ফেরাবো: ইমরান খান
 
 

আন্তর্জাতিক ডেস্ক : যেসব হিন্দুরা পাকিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ক্ষমতায় এলে তাদের ফিরিয়ে আনা হবে বলেছেন,ইমরান খান। রবিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টের সামনে বক্তব্য রাখার সময় এই প্রতিশ্রুতি দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান।

১৪ আগস্ট থেকে পাক প্রধানমন্ত্রীর অপসারণ চেয়ে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে যান ইমরান খান।

তার দল ক্ষমতায় এলেই তিনি হিন্দুদের পাকিস্তানে ফিরিয়ে আনবেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি দুঃখিত কারণ হিন্দুদের জোর ইসলামে প্রভাবিত করা হয়েছে। এটা ইসলাম ধর্মের বিরোধী।’ মুসলিমরা শান্তিপূর্ণভাবে ধর্মপ্রচারের পক্ষপাতী বলে উল্লেখ করেছেন তিনি।

পাশাপাশি,সংখ্যালঘুদের ক্ষমতা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তার দল ‘মাইনরিটি ডে’উদযাপন করেছে, এমনকি দিওয়ালিতে হিন্দুদের সঙ্গে তার দলের সদস্যরা উৎসবে মেতে উঠবে বলে জানিয়েছেন ইমরান খান।

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test