E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কয়েক সপ্তাহের মধ্যে ইবোলার ওষুধ পশ্চিম আফ্রিকায়

২০১৪ অক্টোবর ২২ ১৭:১৯:৪২
কয়েক সপ্তাহের মধ্যে ইবোলার ওষুধ পশ্চিম আফ্রিকায়

আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের দেহ থেকে রক্ত নিয়ে ইবোলার যে ওষুধটি তৈরি করা হচ্ছে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেটি পশ্চিম আফ্রিকায় পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ড. মেরি পল কেনি বলেছেন, ইবোলার চিকিৎসায় যে সিরামটি তৈরি করা হচ্ছে সেটি আর কয়েক সপ্তাহের মধ্যেই লাইবেরিয়ায় পাওয়া যাবে।

ইবোলা থেকে সেরে ওঠা রোগীদের রক্তে যে অ্যান্টিবডি বা রোগপ্রতিরোধক আছে সেটি ব্যবহার করেই সিরাম তৈরির কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

এখানে তিনি বলছেন যে, আক্রান্ত রোগীদেরকে সুস্থ করে তুলতে সিরাম তৈরির জন্য পশ্চিম আফ্রিকায় ইবোলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি দেশের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে কাজ চলছে।


এই প্রক্রিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লাইবেরিয়াতে কাজ শুরু হবে এবং রক্ত সংগ্রহ করে সেটি ব্যবহার করার প্রক্রিয়াও শুরু হবে বলে জানান তিনি।

এদিকে, ইবোলা আক্রান্ত এক রোগীকে কেন্দ্র করে সিয়েরা লিওনের পূর্বাঞ্চলের একটি শহরে দাঙ্গা বেঁধে যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রায় ৯০ বছর বয়স্কা এক নারী ইবোলা আক্রান্ত হয়েছে সন্দেহে তাকে তার বাড়ি থেকে সরাতে গেলে ওই নারীর ছেলে মেডিকেল কর্মীদের দিকে পাথর ছুঁড়তে থাকে।

এরপর কোইদু শহরে দাঙ্গার সৃষ্টি হয়। দাঙ্গা থামাতে শহরে কারফিউ দেয়া হয় এবং পুলিশ গুলি চালায়। এতে করে সেখানে নিহত হয় দুইজন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনি থেকে যেকোন ব্যক্তির আমেরিকা যাওয়ার ক্ষেত্রে আরো কড়া নিয়ম আরোপ করেছে।


(ওএস/এটিআর/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test