E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আইএস’র ওপর সিরীয় বিমান হামলা

২০১৪ অক্টোবর ২৩ ১১:০৪:১০
আইএস’র ওপর সিরীয় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনীর বিমান হামলার মাঝেই আইএসকে (ইসলামিক স্টেট) লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রবিবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অন্তত ২০০টি বিমান হামলা চালান হয়েছে। খবর বিবিসির।

এ ঘটনাটিতে বহু হতাহতের কথা বললেও নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি সংস্থাটি।

প্রতিদিন প্রায় ১২ থেকে ২০টি করে বিমান হামলা চালান হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।

অবজারভেটরি জানায়, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কুয়েনিত্রা, ডেরা, হামা, ইদলিব, আলোপ্পো ও দামাস্কাসের কিছু অংশে এ হামলা চালান হয়।

দেশটির পূর্ব প্রদেশ দেইর আল-জৌর এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আইএস যোদ্ধাদের লড়াই হয়।

দক্ষিণে জর্ডান সীমান্ত সংলগ্ন বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবারের সংঘর্ষে আটজন নিহত হয়েছে।

হামা প্রদেশের মুরকা ও কাফর জাইতা এলাকায় বুধবার ১০টি বিমান হামলা চালান হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-জৌবি জানান, আইএস’র জব্দ করা তিনটি যুদ্ধবিমানের দুটিই ধ্বংস করতে সক্ষম হয়েছে বিমান বাহিনীর সদস্যরা।

(ওএস/এইচআর/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test