E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইবোলা থেকে সেরে ওঠা নার্সকে আলিঙ্গন করলেন ওবামা

২০১৪ অক্টোবর ২৫ ১৫:৪০:০২
ইবোলা থেকে সেরে ওঠা নার্সকে আলিঙ্গন করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাণঘাতী এবোলা ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা নার্স নিনা ফামকে (২৬) আলিঙ্গনের মাধ্যমে উষ্ণ সম্ভাষণ জানিয়েছেন।

হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে যুক্তরাষ্ট্রে এবোলায় আক্রান্ত প্রথম রোগী নিনাকে আলিঙ্গন করেন ওবামা।

সাংবাদিকরা প্রবেশাধিকার না পেলেও, ফটোগ্রাফারদের প্রবেশাধিকার ছিল। তারা আলিঙ্গনের এ বিশেষ মুহূর্তটিকে ফ্রেমবন্দি করলেন।

ডালাসের একটি হাসপাতালে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছিলেন নিনা। লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া এক রোগীর সেবা করার সময় তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন।

ম্যারিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) স্বাস্থ্য কেন্দ্র থেকে গতকাল সকালে ছাড় দেয়া হয় সুস্থ হয়ে ওঠা নিনাকে। নিনা এবোলামুক্ত বলে জানান ওই স্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এনআইএইচ ছাড়ার সময় নিনা সাংবাদিকদের বলেন, আজ এখানে দাঁড়াতে পেরে ভাগ্যবান ও আশীবার্দপুষ্ট মনে করছেন নিজেকে।

তিনি বলেন, প্রার্থনার ক্ষমতায় বিশ্বাসী তিনি। তার আরোগ্য লাভের জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান নিনা ফাম।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test