E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমাদের যুগে বড় চ্যালেঞ্জ চীন: ঋষি সুনাক

২০২৩ মে ২১ ১৬:৪০:১১
আমাদের যুগে বড় চ্যালেঞ্জ চীন: ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে রাশিয়াকে কড়া বার্তা দিয়েছে বিশ্বের ধনী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। তাদের এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে চীনা ইস্যুও। যেকোনো মূল্যে চীনা আধিপত্যের লাগাম টানতে চায় তারা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বৈশ্বিক সমৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীন। কারণ দেশটি সবজায়গাতেই কর্তৃত্ববাদীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

দুইটি বিবৃতিতে বিশ্বের সবচেয়ে ধনী গণতন্ত্রের নেতারা ইন্দো-প্যাসিফিক ও তাইওয়ানের মতো বিভক্ত ইস্যুতে বেইজিংকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। চীনের সঙ্গে কীভাবে ব্যবসা-বাণিজ্য কমিয়ে নিয়ে আসা যায়, সে ব্যাপারেও আলোচনা করেছে তারা।

এদিকে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি-৭ এর এক সাইড লাইন বৈঠকে জেলেনস্কিকে বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যত ধরনের সহায়তা প্রয়োজন তা দেবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিওবার্তায় এ দাবি করেন।

সূত্র: বিবিসি

(ওএস/এসপি/মে ২১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test