E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাইজারে বিদ্রোহীদের হামলায় ১২ সেনা নিহত

২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৩:৩৮:৪৯
নাইজারে বিদ্রোহীদের হামলায় ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছে। মোটরবাইকে করে আসা শত শত বিদ্রোহী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলা চলায়। পশ্চিম আফ্রিকার দেশটির প্রতিরক্ষমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে প্রথমে সাত সেনার মৃত্যু হয়। এরপর ভুক্তভোগীদের সাহায্যে এগিয়ে যাওয়ার সময় নিহত হয় আরও পাঁচজন। মূলত হামলার শিকার ইউনিটকে শক্তিশালী করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়লে ওই পাঁচজন নিহত হন।

হামলাটি ঘটেছে রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে কান্দাদজিতে। যা মালি, বুরকিনা ফাসো ও নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত। এটি গত কয়েক বছর ধরে ইসলামি বিদ্রোহের কেন্দ্রস্থল।

এর আগে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে।

অবশ্য এই হামলায় কারা জড়িত তা এসব সূত্র বা নাইজারের প্রতিরক্ষামন্ত্রণালয় বিস্তারিতভাবে কিছু জানায়নি।

প্রতিরক্ষামন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় একশত বিদ্রোহীকে হত্যা করা হয়েছে এবং তাদের মোটরবাইক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, আল কায়েদা ও ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগীরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং তারা প্রায়ই সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়।

তথ্যসূত্র : রয়টার্স

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test