E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪১ জন কানাডিয়ান কূটনীতিককে দেশে ফেরত পাঠাতে বলল ভারত

২০২৩ অক্টোবর ০৩ ১২:৫০:৪৬
৪১ জন কানাডিয়ান কূটনীতিককে দেশে ফেরত পাঠাতে বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ অক্টোবরের মধ্যে দিল্লিতে অবস্থানরত ৪১ জন কানাডিয়ান কূটনীতিককে নিজ দেশে ফেরত পাঠাতে বলেছে ভারত। ফাইন্যাসিয়াল টাইমসের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।

কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা নিয়ে ভারত ও কানাডা সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। গত জুন মাসে হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারত একজন সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করে এবং এই হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফাইন্যাসিয়াল টাইমস জানায় ১০ অক্টোবরের মধ্যে ওই ৪১ জন কানাডিয়ান ভারত না ছাড়লে তাদের কূটনৈতিক সুবিধা বাতিল করা হবে।

সংবাদপত্রটি বলেছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক কাজ করে এবং ভারত এই সংখ্যা ৪১ জনে কমিয়ে আনার দাবি জানিয়েছিলো।

এই ব্যপারে যোগাযোগ করা হলে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোন জবাব দেয়নি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, সেই তুলনায় নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা অনেকটাই বেশি। তাই দুই দেশের মধ্যে সমতা রাখা উচিত। আর সেই কারণেই ভারত থেকে প্রায় ৪১ জন কানাডার কূটনীতিককে সরানোর কথা বলা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতিতে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ‘সহিংসহ পরিস্থিতি’ এবং ‘ভীতিকর পরিবেশ’ নয়াদিল্লিকে হতাশ করেছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test