E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পূর্বপুরুষদের আত্মত্যাগ রক্ষা করতে জানে পাকিস্তান’

২০২৫ এপ্রিল ২৬ ১৮:০৮:৩০
‘পূর্বপুরুষদের আত্মত্যাগ রক্ষা করতে জানে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সৃষ্টিতে পূর্বপুরুষরা যে আত্মত্যাগ স্বীকার করেছে, তা কীভাবে রক্ষা করতে হয় তা তার সেনাবাহিনীর জানা আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। শনিবার (২৬ এপ্রিল) কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। 

জেনারেল মুনির সেখানে জোর দিয়ে বলেন, ধর্ম, রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা এবং আকাঙ্ক্ষা; জীবনের সকল ক্ষেত্রেই মুসলমানরা হিন্দুদের থেকে আলাদা। দ্বি-জাতি তত্ত্ব এই মৌলিক বিশ্বাসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল যে মুসলিম এবং হিন্দুরা দুটি পৃথক জাতি; একটি নয়।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, পাকিস্তানের অস্তিত্ব একটি অতুলনীয় সংগ্রাম এবং ত্যাগের ফলাফল। এটি রক্ষা করা সেনাবাহিনীর কর্তব্য। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান সৃষ্টির জন্য যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, তা কীভাবে রক্ষা করতে হয়, আমরা জানি।

এর আগে, একই অনুষ্ঠানে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে তিনি বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেহেলগাম হামলার নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য পাকিস্তান উন্মুক্ত।

পেহেলগাম হামলা নিয়ে ভারত নিরন্তর দোষারোপের খেলা খেলছে বলেও দাবি করেন তিনি। ভারতের এরকম আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া যে অভিযোগ করা হচ্ছে দেশটির পক্ষ থেকে, তার অবসান ঘটানোর আহ্বান জানান শেহবাজ শরীফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি নিয়ে একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের জন্য উন্মুক্ত।

একইসঙ্গে কাশ্মীরিদের স্বায়ত্বশাসনের অধিকার ইস্যুতে পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি কাশ্মীরকে পাকিস্তানের ঘাড়ের শিরা বলে অভিহিত করেন তিনি।

এছাড়া, পেহেলগাম হামলার পর ভারতের সিন্ধু চুক্তি স্থগিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শেহবাজ সতর্ক করেন, পাকিস্তানের পানির ভাগ আটকে দেওয়ার বা অন্যত্র সরানোর যেকোনও প্রচেষ্টা রুখে দিতে পূর্ণশক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান। সিন্ধু নদের পানিকে পাকিস্তানের জীবনরেখা এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ হিসেবে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে পাকিস্তানের ত্যাগের কথাও তুলে ধরেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তানের ৯০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। সেইসঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতে হয়েছে পাকিস্তানকে।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test