E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাকিস্তানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে ভারত

২০২৫ মে ০৭ ১২:০৭:৪০
পাকিস্তানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের দেশের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি ও মুজাফ্ফরাবাদে এসব হামলা হয়েছে। খবর বিবিসির।

ভারত সরকার দাবি করেছে যে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন যে, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন। পাকিস্তানের যেসব জায়গায় হামলা হয়েছে, সেখান থেকেও বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

আহমদপুর শারকিয়া (ভাওয়ালপুর)
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় তিন বছরের একটি শিশুসহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

মুরিদকে
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখুপুরা জেলার মুরিদকে লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি। পাকিস্তানের সেনা মুখপাত্র বলছেন, মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

মুজাফ্ফরাবাদ
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনা মুখপাত্র। ওই শহরে বিবিসির সংবাদদাতা তাবান্দা কোবাব জানিয়েছেন, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।

কোটলি
নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে তাতে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং একজন ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। ওই হামলায় দুই নারীও আহত হয়েছেন।

শিয়ালকোট
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে দুটি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্র দাবি করেছেন। তিনি জানিয়েছেন কোটলি লোহারাণে এসে পড়া দুটি গোলার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। এখানে কেউ হতাহত হয়নি।

শকরগড়
পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহশিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোঁড়া হয়েছিল। এতে একটি চিকিৎসাকেন্দ্রে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

(ওএস/এএস/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test