E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইসলামাবাদে বন্ধ করা হলো স্কুল-কলেজ

২০২৫ মে ০৭ ১২:১০:৪০
ইসলামাবাদে বন্ধ করা হলো স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদ জেলা প্রশাসন একদিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

বলা হয়েছে, নিরাপত্তার কারণে রাজধানীর সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ একদিনের জন্য বন্ধ থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতির মধ্যে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত ক্লাস স্থগিত থাকলেও বুধবারের জন্য নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যে কোনো আপডেট বা নির্দেশের জন্য তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করবে।

ইসলামাবাদ পুলিশ এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোও সতর্ক রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

তথ্যসূত্র : ডন

(ওএস/এএস/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test