E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব’

২০২৫ মে ০৮ ১৩:০৬:১৪
‘রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে। তাদের এর জবাব পেতেই হবে।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটি বলেন তিনি। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে। কিন্তু ভারত ভুলে গেছে যে এই জাতি এমন এক জাতি, যারা নিজের দেশের জন্য লড়তে জানে।

পাকিস্তান ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে দিল্লি এ সম্পর্কে কিছু জানায়নি। এ নিয়ে শেহবাজ বলেন, আমাদের বিমানবাহিনী প্রতিরক্ষা গড়ে তুলেছে। এটি তাদের প্রতি আমাদের জবাব।

পাকিস্তানে হামলায় নিহত ২৬, আহত ২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, গত রাতে ভারতের হামলায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪৬ জন।

সাত বছরের একটি শিশুকে তার বাড়ির ভেতরে, মায়ের আর ভাইয়ের চোখের সামনে হত্যা করা হয়েছে বলে জানান শেহবাজ।

তিনি বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি— এই নিরীহ লোকেদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা আমরা নেবই।

ভারতের হামলা ‘কাপুরুষোচিত’
শেহবাজ শরিফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান গত রাতে দেখিয়ে দিয়েছে—প্রত্যাঘাত করার ক্ষমতা আমাদের আছে।

তিনি জানান, নিয়ন্ত্রণ রেখা পাকিস্তানের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়েছে।

আমাদের শত্রুদের এবং হামলাকারীদের বিমান ধ্বংস করে দেওয়া হয়েছে।

পহেলগামে হামলায় পাকিস্তানের যোগসূত্র নেই
শেহবাজ শরিফ বলেন, গত মাসে পহেলগামে যে মর্মান্তিক হামলা হয়েছিল, তার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। অথচ ‘ভুল কারণে’ পাকিস্তানকে দোষারোপ করা হয়েছে।

তিনি জানান, পাকিস্তান ওই হামলার ঘটনার তদন্ত দাবি করেছিল। কিন্তু ভারত সেই প্রস্তাবে সাড়া না দিয়ে তা উপেক্ষা করে।

পাকিস্তানের জনগণ সবসময় ঐক্যবদ্ধ
শেহবাজ বলেন, প্রিয় পাকিস্তানবাসী, আপনাদের নিরাপত্তা রক্ষায় আমাদের সেনাবাহিনী ও জনগণ সবসময় ঐক্যবদ্ধ। আমরা একসঙ্গে থাকব, একসঙ্গে লড়ব, এবং অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে জয় ছিনিয়ে আনব।

তিনি ভাষণের সমাপ্তি টেনে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এখন আমি আপনাদের মধ্যে সাহস দেখতে চাই। আমরা সবাই যখন সত্যের পক্ষে লড়ছি, তখন আশা করি—আল্লাহ আমাদের পাশে থাকবেন।

(ওএস/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test