E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৩ হাজার ছাড়াল

২০২৫ মে ১৬ ১৩:০৪:৫৫
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৫৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত থেকে হামলায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে।
খবর আল জাজিরার।

জাবালিয়া শরণার্থী শিবিরে এক একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, আল-তওবা ক্লিনিকের উপরের তলায় হামলায় অন্তত ১৩ জন নিহত হন। তাদের মধ্যে শিশুও রয়েছে।

নাকবা দিবসের ৭৭ বছরপূর্তির দিনে ইসরায়েল এই হামলা চালাল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় অনেক ফিলিস্তিনি নির্যাতনের শিকার হয়। অনেককে বাস্তুচ্যুত হতে হয়। সেই বিপর্যয়ের স্মরণে নাকবা দিবস পালিত হয়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় বেড়ে ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৯১৯ জন।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এএস/মে ১৬,২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test