E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজা পুনর্গঠনে তহবিল সংগ্রহের পরিকল্পনা আরব লিগের

২০২৫ মে ১৮ ১৩:১৪:০৩
গাজা পুনর্গঠনে তহবিল সংগ্রহের পরিকল্পনা আরব লিগের

আন্তজার্তিক ডেস্ক : শনিবার বাগদাদে অনুষ্ঠিত আরব লিগ সম্মেলনে আরব নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা গাজা পুনর্গঠন আরব লিগের পরিকল্পনায় অর্থায়ন করে।

তারা বলেন, আমরা দেশগুলো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনা কার্যকর করা যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন, গাজায় এই গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, যা ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি।

এবারের ৩৪তম আরব সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েলের নেতৃত্বে গাজায় চলমান গণহত্যা।

তিনি বলেন, ইরাক গাজা পুনর্গঠনে একটি আরব তহবিল গঠনের উদ্যোগকে সমর্থন করে। সেইসঙ্গে তিনি ঘোষণা দেন, ইরাক এই তহবিলে ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতে থাকা লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার দান করবে।

ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজায় গণহত্যা, পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার এক দিন পর শনিবার (১৭ মে) বাগদাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যা যুদ্ধবিরতির আশাবাদ এবং গাজায় ত্রাণ সহায়তা আবার চালুর সম্ভাবনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/মে ১৮,২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test