E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

২০২৫ মে ১৯ ১৩:১৭:৫৯
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কার রয়েছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছুতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রবিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দখলদারদের হামলায় আরও ৬৭ জন নিহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬০ জন। এ নিয়ে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ৩৩৯ জনে পৌঁছেছে। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই প্রায় ৩২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ হাজার ৯৯৩ জনেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

(ওএস/এএস/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test